নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এমপাওয়ার্ড মাইন্ড থ্রু ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা সবাই যদি আন্তরিকভাবে কাজ করি তাহলে নোবিপ্রবিতে সেবার মান বাড়বে। নোবিপ্রবির উন্নয়ন মানে নোয়াখালীর উন্নয়ন। আমরা নোবিপ্রবি তথা নোয়াখালীর উন্নয়নে বিশ্বাসী। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যেন কাঙ্ক্ষিত সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বার্থেও যত্ন নিতে হবে। আমরা যদি ইমোশনকে নিয়ন্ত্রণ করি তাহলে কর্মক্ষেত্র প্রাণবন্ত হবে।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
কর্মশালায় কী-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান জোবেদা খাতুন। কর্মশালার আয়োজনে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন নোবিপ্রবি মেডিকেল সেন্টারের সাইকোলজিস্ট মো. আবু তারেক। নোবিপ্রবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
টিএইচ